গ্রাম পঞ্চায়েত নতুন প্র্যাকটিস সেট ৯, বাছাই করা প্রশ্ন ও উত্তর, WB Gram Panchayat Practice Set 9

WB Gram Panchayat Practice Set 9 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন উত্তর। WB Gram Panchayat Practice Set 9

১) পঞ্চায়েত সমিতির চিফ এক্সিকিউটিভ অফিসার কে?
A. SDO
B. BDO
C. ADM
D. DBDO
উত্তর – BDO.
২) পঞ্চায়েতি নির্বাচন ব্যবস্থা কোন সংস্থা পরিচালনা করে?
A. ভারতে নির্বাচন কমিশন
B. রাজ্য নির্বাচন কমিশন
C. রাজ্যর রাখে
D. জেলার জেলাশাসক
উত্তর – রাজ্য নির্বাচন কমিশন।
৩) ভারতের পঞ্চায়েতির রাজ প্রতিষ্ঠার সুপারিশ কোন কমিটি করেছিল?
A. বলবন্তরায় মেহতা কমিটি
B. থুনগন কমিটি
C. গাডগিল কমিটি
D. কালেলকর কমিটি
উত্তর – বলবন্তরায় মেহতা কমিটি।
৪) ১৯৫৭ সালের সুপারিশের পরে পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠান হয় প্রথম কোন রাজ্যে?
A. কর্ণাটক
B. রাজস্থান
C. পশ্চিমবঙ্গ
D. উত্তর প্রদেশ
উত্তর – রাজস্থান।
৫) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে?
A. গ্রাম প্রধান
B. সভাধিপতি
C. সভাপতি
D. রাজ্যপাল
উত্তর – সভাধিপতি।
৬) পশ্চিমবঙ্গের জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে?
A. রাজ্যপাল
B. জেলাশাসক
C. মুখ্যমন্ত্রী
D. বিডিও
উত্তর – জেলা শাসক।
৭) ভারতের কোন অঙ্গরাজ্য পঞ্চায়েত ব্যবস্থার উপস্থিতি নেই?
A. আসাম
B. নাগাল্যান্ড
C. ত্রিপুরা
D. কেরল
উত্তর – নাগাল্যান্ড।
৮) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন কবে পাশ হয়?
A. ১৯৫০ সালে
B. ১৯৫৬ সালে
C. ১৯৫২ সালে
D. ১৯৪৭ সালে
উত্তর – ১৯৫৬ সালে।
৯) জওহর রোজগার যোজনার বাস্তবায়ন নির্ভর করে?
A. গ্রাম পঞ্চায়েত
B. রাজ্য সরকার
C. কেন্দ্র সরকার
D. ডিস্ট্রিক্ট কালেক্টর
উত্তর – গ্রাম পঞ্চায়েত।
১০) নিম্নের কোন নির্বাচনীতে নির্বাচন কমিশন কোন ভূমিকা পালন করে না?
A. রাজ্য বিধানসভা নির্বাচন
B. পঞ্চায়েত নির্বাচন
C. সংসদীয় নির্বাচন
D. ভারতের রাষ্ট্রপতি নির্বাচনীতে
উত্তর – পঞ্চায়েত নির্বাচন।

Whatsapp গ্রুপJoin Now
টেলিগ্রাম গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment