গ্রাম পঞ্চায়েত নতুন প্র্যাকটিস সেট ১৩, বাছাই করা প্রশ্ন ও উত্তর, WB Gram Panchayat Practice Set 13

WB Gram Panchayat Practice Set 13 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন উত্তর। WB Gram Panchayat Practice Set 13

১) Mark the antonym of ‘Liberty’ .
A. Independence
B. Freedom
C. License
D. Slavery
উত্তর – Slavery.
২) বন্দী শব্দের বিপরীত হল?
A. মুক্তি
B. মুক্ত
C. A এবং B দুটোই
D. কোনোটিই নয়
উত্তর- A এবং B দুটোই।
৩) চোখের বালি’ উপন্যাসে মহেন্দ্র স্ত্রীর নাম কি কি ছিল?
A. রাজলক্ষ্মী
B. আশালতা
C. বিনোদনী
D. অন্নপূর্ণা
উত্তর – আশালতা।
৪) IAY এর পুরো কথা কি?
A. Indian Awaas Yojana
B. India Awaas Yojana
C. Indira Awaas Yojana
C. Indira Aastha Yojana
উত্তর – Indira Awaas Yojana.
৫) গ্রীন হাউস কি কাজে ব্যবহার করা হয়?
A. নার্সারি ও ফুল চাষ
B. রবার চাষ
C. পান চাষ
D. অ্যালোভেরা চাষ
উত্তর – নার্সারী ও ফুল চাষ।
৬) ‘পশমিনা’ কি?
A. উল
B. লাক্ষা
C. রেশম
D. রজন
উত্তর – উল।
৭) পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি?
A. লালমাটি
B. লবনাক্ত কাদামাটি
C. পলিমাটি
D. কালো মাটি
উত্তর – লবণাক্ত কাদামাটি।
৮) ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল কত সালে?
A. ২০১১ সালে
B. ২০০১ সালে
C. ২০০৫ সালে
D. ১৯৯১ সালে
উত্তর – ২০১১ সালে।
৯) কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো যা ৪ বছরের সুদে আসলে ১২৪০ টাকা হল এবং ১০ বছরের সুদে আসলে ১৬০০ টাকা হল। আসল নির্ণয় কত?
A. ১০০০ টাকা
B. ১০৫০ টাকা
C. ১১০০ টাকা
D. ৮০০ টাকা
উত্তর – ১০০০ টাকা।
১০) একজন তার মাহিনার ১০% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার ৪% বাড়ি ভাড়া দিলেন। তার মাহিনা ৫,০০০ টাকা হলে, কত টাকা বাড়ি ভাড়া দিলেন।
A. ১৬০ টাকা
B. ১৮০ টাকা
C. ২৫০ টাকা
D. ২২৫ টাকা
উত্তর – ১৮০ টাকা।

গ্রাম পঞ্চায়েত দফতরে চাকরি পাওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের এই প্র্যাক্টিস সেট গুলি মনোযোগ সহকারে পড়বেন কারণ এই সমস্ত প্রশ্নই পরীক্ষায় ঘুরেফিরে আসবে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিনিয়ত আপডেট গুলি।

Whatsapp গ্রুপJoin Now
টেলিগ্রাম গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment