গ্রাম পঞ্চায়েত নতুন প্র্যাকটিস সেট ১৫, বাছাই করা প্রশ্ন ও উত্তর, WB Gram Panchayat Practice Set 15

WB Gram Panchayat Practice Set 15 – পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন উত্তর। WB Gram Panchayat Practice Set 15

১) একজন পুলিশ একটি চোরকে ধরার জন্য ছুটলো। পুলিশটি যতক্ষণে 8 পা যায়, চোরটি ততক্ষণে 12 পা যায়। পুলিশের 6 পা চোরের 9 পায়ের সমান হলে উভয়ের গতি অনুপাত কত?
A. 1:2
B. 3:2
C. 1:1
D. 3 :1
উত্তর – 1:1
২) দুই ব্যক্তি যথাক্রমে 15000 টাকা ও 5000 টাকা করে দিয়ে একটি ব্যবসা শুরু করেন। যদি মোট লাভের মধ্যে এক ব্যক্তি অপর ব্যক্তি থেকে 1000 টাকা বেশি পায়, তবে মোট কত টাকা লাভ হয়েছিল?
A. 1000
B. 2000
C. 2500
D. 1500
উত্তর – মোট লাভ হয়েছিল =2000 টাকা।
৩) 550 টাকার 4 বছরের সুদ 88 টাকা হলে বার্ষিক সুদের হার কত?
A. 6%
B. 4%
C. 5%
D. নয়
উত্তর – 4%
৪) প্রতি টাকায় প্রতি মাসে 5 পয়সা সুদ হলে 400 টাকায় 6 করতে সরল সুদের পরিমাণ কত টাকা হবে?
A. 30 টাকা
B.100 টাকা
C. 120 টাকা
D. 60 টাকা
উত্তর – 120 টাকা।
৫) লোকসভায় পঞ্চায়েতের জন্য বরাদ্দ সংসদীয় আসন সংখ্যা কত?
A. 25
B. 20
C. 2
D.13
উত্তর – 13.
৬) পৌরসভার সদস্যগণ কত সময় কালের জন্য নির্বাচিত হন?
A. দুই বছর
B. তিন বছর
C. পাঁচ বছর
D. ছয় বছর
উত্তর – পাঁচ বছর।
৭) কবে ভারতে পঞ্চায়েত ব্যবস্থা সূচনা করা হয়?
A. ১৯৪৫
B. ১৯৫০
C. ১৯৫৯
D. ১৯৬২
উত্তর – ১৯৫৯.
৮) ভারতের সংবিধান অনুসারে পঞ্চায়েত নির্বাচন কত বছর ছাড়া সংঘটিত হয়?
A. ২ বছর
B. ৫ বছর
C. ৩ বছর
D. ৪ বছর
উত্তর – ৫ বছর।
৯) ভারতের মধ্যে প্রথম কোথায় মিউনিসিপাল কর্পোরেশন স্থাপন করা হয়?
A. মাদ্রাজ
B. দিল্লি
C. কলকাতা
D. বোম্বাই
উত্তর – মাদ্রাজ।
১০) কোন রাজ্যে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গৃহীত হয়?
A. বিহার
B. রাজস্থান
C. উত্তর প্রদেশ
D. মধ্যপ্রদেশ
উত্তর – রাজস্থান।

WB Gram Panchayat Practice Set 15

আগ্রহী চাকরিপ্রার্থীদের বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত দপ্তরের পরীক্ষার প্রস্তুতির জন্য প্র্যাকটিস সেট গুলি প্রতিনিয়ত বাছাই করা প্রশ্ন ও উত্তর এই ওয়েবসাইটে আপলোড করা হবে। আপনাদের যদি ভালো লেগে থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কি ধরনের প্র্যাকটিস সেট চাই সেটা অবশ্যই উল্লেখ করে দিবেন।

টেলিগ্রাম গ্রুপJoin Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment