গ্রাম পঞ্চায়েত নতুন প্র্যাকটিস সেট ১৯, বাছাই করা প্রশ্ন ও উত্তর, WB Gram Panchayat Practice Set 19

WB Gram Panchayat Practice Set 19 : পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ,৬৫২টি শূন্যপদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট (wbprms) তৈরি করেছে আবেদনকারী প্রার্থীদের জন্য ২০২৪ সালের নতুন প্র্যাক্টিস সেট বাছাই করে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Practice Set 19

WB Gram Panchayat Practice Set 19 – পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট এই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে। চাকরি পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ।তাহলে দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নাও প্রশ্ন উত্তর। WB Gram Panchayat Practice Set 19

১) গ্রাম পঞ্চায়েতকে তার ভূমিকা পালন করতে এবং দায়িত্বশীল হওয়ার জন্য …..একটি মূল বিষয়?
A. সচিব
B. গ্রাম সভা
C. কেবলমাত্র সড়পুঞ্জ
D. BDO

উত্তর – BDO
২) পঞ্চায়েত রাজ ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের ধারণায় কতগুলি স্তর বাড়ানো হয়েছে?
A.1
B. 2
C. 5
D. 4
উত্তর – 2.
৩) কোন ধরনের নগর প্রশাসন ক্ষুদ্রতর পৌর এলাকা নিয়ন্ত্রণ করে?
A. নগর পঞ্চায়েত
B. মিউনিসিপ্যাল কাউন্সিল
C. মিউনিসিপাল কর্পোরেশন
D. কোনোটিই নয়
উত্তর – মিউনিসিপ্যাল কাউন্সিল।
৪) কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দেয়?
A. ৭২ তম সাংবিধানিক সংশোধনীয় আইন
B. ৭৩ তম সাংবিধানিক সংশোধনীয় আইন
C. ৭৪ তম সাংবিধানিক সংশোধনীয় আইন
D. ৭৫ তম সাংবিধানিক সংশোধনীয় আইন
উত্তর – তম সাংবিধানিক সংশোধনীয় আইন।
৫) কোন ধরনের শহর প্রশাসন স্থানাস্তরিত এলাকাগুলিকে নিয়ন্ত্রণ করে?
A. নগর পঞ্চায়েত
B. মিউনিসিপ্যাল কাউন্সিল
C. মিউনিসিপ্যাল কর্পোরেশন
D. কোনোটিই নয়
উত্তর – নগর পঞ্চায়েত।
৬) নিম্নলিখিতদের মধ্যে কে পঞ্চায়েত নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করে?
A. রাজ্য সরকার
B. কেন্দ্রীয় সরকার
C. নির্বাচন কমিশন
D. দায়রা বিচারক
উত্তর – রাজ্য সরকার।
৭) দক্ষিণ ভারতের কোন রাজ্য প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে?
A. অন্ধ্রপ্রদেশ
B. কর্ণাটক
C. কেরালা
D. তামিলনাড়ু
উত্তর – অন্ধ্রপ্রদেশ।
৮) দেওয়ানী বিচারে সর্বনিম্ন আদালত কোনটি?
A. পঞ্চায়েত আদালত
B. জেলা আদালত
C. হাইকোর্ট
D. এর কোনোটিই নয়
উত্তর – পঞ্চায়েত আদালত।
৯) ভারতের সংবিধানের কোন অংশ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিধান দেয়?
A. চতুর্থ অংশ
B. একাদশ অংশ
C. দশম অংশ
D. দ্বাদশ অংশ
উত্তর – চতুর্থ অংশ।
১০) পঞ্চায়েত সমিতি তার কাজের ব্যাপারে কার কাছে দায়বদ্ধ থাকে?
A. জেলা পরিষদ
B. অঞ্চল পঞ্চায়েত
C. গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সভা
D. জনপদ পঞ্চায়েত
উত্তর – পরিষদ।

গ্রাম পঞ্চায়েত দফতরে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করেছেন তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিনিয়ত প্র্যাকটিস সেট গুলি দেওয়া হচ্ছে। আপনাদের সিলেবাস অনুযায়ী কি ধরনের প্রশ্ন চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এর পাশাপাশি প্র্যাকটিস সেট গুলি খুব গুরুত্বপূর্ণ বাছাই প্রশ্ন তৈরি করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
টেলিগ্রাম গ্রুপJoin Now
নতুন চাকরির খবরClick Here

Leave a Comment